
গোবিন্দগঞ্জ সংবাদদাতা ঃ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান বেলাল ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে…রাজেউন)। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নাকাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর একই দিন বেলা ২টায় নিজ গ্রাম মধ্য পাটোয় সরকার পাড়ায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তিনি মধ্য পাটোয় সরকার পাড়া গ্রামের ডা: এস এম আব্দুর রহমানের পুত্র। গত বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীণ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হ্সাপাতালে নানা রোগে আক্রান্ত সাবেক সংসদ সদস্য আতাউর রহমান বেলাল মারা যান। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ৩ ছেলে ১মেয়ে সন্তান সহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলাপ ফুল মার্কা নিয়ে অংশ গ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে উপজেলা বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করেছেন।