
প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবীরকে দিনাজপুরের একটি বাসা থেকে গ্রেফতার করছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের ঈদগাহ্ আবাসিক এলাকার দীবা গার্ডেন নামে ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহ সারোয়ার কবীর গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়াম্যান ও ২০২৪ সালে ৭ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
পুলিশ জানায় ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে চলে যান শাহ সারোয়ার কবীর। গত ১ মার্চ থেকে তিনি দিনাজপুর শহরের ঈদগাহ্ আবাসিক এলাকায় এই বাসাতেই অবস্থান করছিলেন। বাড়ির মালিক তার আপন ভগ্নিপতি হন। গোপন সংবাদের ভিত্তিতে এই বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার মারফাত হুসাইন বলেন, শাহ সারেয়ার কবীরের বিরুদ্ধে গাইবান্ধা থানায় দুটি মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে দিনাজপুর জেলা পুলিশ গাইবান্ধা পুলিশের কাছে তাকে হস্তান্তর করবে। এরপর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।