গাইবান্ধা প্রতিনিধি:
বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে গাইবান্ধা জেলা শহর থেকে দুরপাল্লার বাস ও অন্যান্য পরিবহন না চললেও শহরের সাথে উপজেলা শহরে যোগাযোগে অটো রিক্সা, সিএনজি চালিত যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে। তবে, সকাল থেকে শহরের বেশিরভাগ দোকানপাঠ বন্ধ থাকলেও বিকালের দিকে দোকানপাঠ খুলতে দেখা গেছে।
এদিকে হরতালে জননিরাপত্তায় ও বিশ্ঙ্খৃলা ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক আইন শ্ঙ্খৃলা বাহিনী মোতায়েন করা হয়।
অপরদিকে, হরতাল প্রতিহত করতে গাইবান্ধা জেলা ও সদর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শান্তি র্যালি বের করে।
আপনার মতামত লিখুন :