
স্টাফ রিপোর্টঃ তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গাইবান্ধা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: খলিলুর রহমানের সভাপতিত্বে ও বার্ষিক ক্রীড়া কমিটির আহবায়ক মো: মাসুদুর রহমানের সঞ্চালনায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রশিদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খন্দকার সারওয়ার হোসেন।
১৯৪৭ সালে গাইবান্ধার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয় গাইবান্ধা সরকারি কলেজ। জ্ঞানই শক্তি মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে কলেজের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মনোবল দৃঢ় করার উদ্দেশে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এ বছর ২৪ টি ইভেন্টে প্রায় ১৭০০ শিক্ষার্থী মাসব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সমাপনী দিবসের মূল আকর্ষণ ছিল বিএনসিসি ক্যাডেটদের আকর্ষণীয় মার্চপাস্ট এবং কারাতে ও তায়কোয়ানডো প্রদর্শন। এছাড়া শিক্ষার্থীদের মনোজ্ঞ ও আড়ম্বর ডিসপ্লে ছিল অত্যন্ত আকর্ষণীয় ও প্রশংসনীয়।
আগামী ১৯ -২১ ফেব্রুয়ারি অমর একুশে বই মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। সকলের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রানবন্ত ও সার্থক করবে।