প্রতিনিধি প্রতিনিধি: গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি পদে শিল্পপতি নাহিদুজ্জামান নিশাদকে মনোনীত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়। ১৪ নভেম্বর স্বাক্ষরিত ওই পত্রের উল্লেখ করা হয়, দলীয় নির্দেশক্রমে নাহিদুজ্জামান নিশাদকে গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। নাহিদুজ্জামান নিশাদ দলীয় নীতি, আদর্শ এবং শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করবেন এমন প্রত্যাশা করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু বলেন, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বিএনপির দুর্দিনের কান্ডারী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদকে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নির্বাচিত করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আরও উৎসাহ উদ্দীপনা বেড়ে গেছে। তিনি বলেন, দলের সংকটময় মুহূর্তে অভিজ্ঞ এ নেতা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি স্থানীয় ও তৃণমূৈল নেতৃবৃন্দের সাথে অত্যন্ত সুসম্পর্ক রেখে কাজ করে যাচ্ছেন। তিনি সবাইকে সঠিক মূল্যায়ন করেছে। তাঁর মতো কর্মঠ ও নির্ভীক নেতার নেতৃত্বে গাইবান্ধা বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে আশা করছি।
শিরোনামঃ
গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি মনোনীত হলেন নিশাদ
- Reporter Name
- Update Time : ১০:৪৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- ৫৭ Time View
Tag :