প্রতিনিধি গাইবান্ধা
গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নির্বাচন শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিজস্ব মিলনায়তনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে তিনটি প্যানেলে অর্ডিনারী গ্রুপে ২৮ জন এবং এসোসিয়েট গ্রুপে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শনিবার রাত ১১টার সময় এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মো. আলমগীর হোসেন।
নির্বাচনে অর্ডিনারী গ্রুপে যারা বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন- খান মো. সাইদ হোসেন জসিম ৫২৫ (১ম), বীরমুক্তিযোদ্ধা মো. মকসুদার রহমান শাহান ৪৪৯ (২য়), মোস্তাক আহমেদ রঞ্জু ৪৪৫ (৩য়), সামিউল ইসলাম সুমেল ৪৩২ (৪র্থ), মো. নওশের আলম ৪০৯ (৫ম), আব্দুল লতিফ হক্কানী ৩৯০ (৬ষ্ঠ), মো. আব্দুর রশিদ ৩৮৯ (৭ম), মো. কামাল হোসেন ৩৮১ (৮ম), সাহিদাৎ দোহা চৌধুরী ৩৭৯ (৯ম), আব্দুস সবুর সরকার ৩৭৭ (১০ম), অনুপ সাহা ৩৭৭ (১১তম), শহিদুল ইসলাম শান্ত ৩৬০ (১২তম)।
এসোসিয়েট গ্রুপের নির্বাচিতরা হচ্ছেন- তৌহিদুর রহমান মিলন (২২৭) (১ম), হাসান মাহমুদ জনি ২১৪ (২য়), আলী কাওছার সরকার ১৯৮ (৩য়), দীপঙ্কর সাহা বাপ্পা ১৯৭ (৪র্থ), ইমরান কবির শামীম ১৭৬ (৫ম), এএসএম তাসফির রহমান ইথার ১৫০ (৬ষ্ঠ)।
আপনার মতামত লিখুন :