
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সদর উপজেলার পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-ছাত্রীর প্রেমের সম্পর্কের অভিযোগ তুলে একদল শিক্ষার্থী রাজীব সুলতান নামের সহকারী শিক্ষককে বিদ্যালয় কক্ষে অবরুদ্ধ করে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক রোস্তম আলীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাকেও অবরুদ্ধ করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। প্রায় চার ঘন্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শ্ঙ্খৃলা বাহিনীর একটি টীম ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায়।
জানা যায়, বেশ কয়েকদিন আগে সহকারি শিক্ষক রাজীব সুলতান এর সাথে ও বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় হাত ধরার অভিযোগ তুলে ধরে একদল শিক্ষার্থী। এই বিষয়টি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হলে শিক্ষক রাজীব সুলতান অভিযোগকারী শিক্ষার্থীদের উপর চ্যালেঞ্জ করে এবং প্রমান না দিতে পারলে অভিভাবক ও শিক্ষার্থীদের উপর মামলা দেয়ার হুমকী দেয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা ১টায় একদল শিক্ষার্থী শিক্ষক রাজীব সুলতানকে হেড মাস্টারের কক্ষে অবরুদ্ধ করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের সাথে স্থানীয় জনগণও যুক্ত হয়। এসময় তারা সহকারি শিক্ষক ও প্রধান শিক্ষক অপসারনের দাবী জানিয়ে বিক্ষোভ করতে থাকে। ঘটনাটি প্রশাসন অবগত হলে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ দুই শিক্ষককে উদ্ধার করেন।
জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।