
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধায় হজ যাত্রীদের হজ বিষয়ক প্রশিক্ষণ ২০২৫ উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মুয়াজ্জম আহমদ। শনিবার সকালে গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মিরাজুল ইসলামের সভাপতিত্ব স্থানীয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষণ প্রদান করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গাইবান্ধা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাওলানা খায়রুল ইসলাম। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন ডাক্তার কাজী আহসানুল হাবিব, হাবের প্রতিনিধি একেএম শামসুল হুদা। এতে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সেকেন্ড অফিসার কাজিউল ইসলাম, সিনিয়র অফিসার মোঃ শামসুদ্দিন আকন্দ, কাচারী বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর সিদ্দিক, দৈনিক সংগ্রামের গাইবান্ধা জেলা প্রতিনিধি জোবায়ের আলী ও ডিসিকোট মসজিদের পেশ ইমাম জোবায়ের আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, এতে গাইবান্ধা জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সকল হজ যাত্রীরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।