
প্রতিনিধি গাইবান্ধা:
গাইবান্ধায় জলবায়ু সহনশীল স্মার্ট কৃষি প্রযুক্তি উন্নয়নে সরকারি- বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার (সিএসপি)দের নিয়ে তিন দিনব্যাপি সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রমী ফাউন্ডেশন এর সহায়তায় সীডস প্রকল্পের আয়োজিত প্রশিক্ষণটির উদ্ধোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ খোরশেদ আলম। প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত অতিরিক্ত উপপরিচালক (প্লান প্রোটেকশন) রাজেন্দ্র নাথ রায়, ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিন্টু মিয়া, গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মেহেদি হাসান, সাঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামানসহ বিভিন্ন বীজ কোম্পানির প্রতিনিধিবৃন্দ। সীডস প্রকল্পটি গাইবান্ধার জেলার ফুলছড়ি, সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।