প্রতিনিধি, গাইবান্ধা:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা আওয়ামী লীগ সভাপতি, তিনজন পুলিশ কর্মকর্তাসহ ১০ জনকে আসামি করে গাইবান্ধার আমলি আদালতে মামলা হয়েছে। সোমবার গাইবান্ধার আমলি আদালতে মামলাটি দায়ের করেন সুন্দরগঞ্জের বাসিন্দা গুলিবিদ্ধ ওয়াহেদুর রহমান।
আদালতের বিচারক মো. আব্দুল মতিন মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য গাইবান্ধার পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
বিবরণে বলা হয়, বাদী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কিসামত হলদিয়া গ্রামের বাসিন্দা। তিনি গত ৪ জুলাই গাইবান্ধার পুলিশ সুপার অফিসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ওই পথ দিয়ে গাইবান্ধা শহরে আসছিলেন। ওই সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের পাশ দিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে হত্যার চেষ্টা করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হয়েছেন। অথচ এ বিষয়ে তিনি কিছুই জানতেন না।
বাদী মামলায় বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পর ওয়াহেদুর রহমান সুস্থ হয়ে গাইবান্ধার আদালতে আইনের আশ্রয় নিতে আসেন।
তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে গাইবান্ধার তৎকালীন পুলিশ সুপার মো কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, সদর থানার ওসি মাসুদ রানা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মোজাম্মেল হক মন্ডল, যুবলীগ সভাপতি সরদার সাঈদ হাসান লোটন, যুবলীগ সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজিব, ছাত্রলীগ সভাপতি আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা অনেকের নামে নামলা দায়ের করেন।
শিরোনামঃ
গাইবান্ধায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা আ’লীগ সভাপতি, পুলিশ সুপারসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা
- Reporter Name
- Update Time : ১২:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- ৬৫ Time View
Tag :