
স্টাফ রিপোর্টঃ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে
গতকাল শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা”শীর্ষক কর্মশালা যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধার উপপরিচালক এর কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিভিন্ন ট্রেডের প্রায় একশত জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধা, উপপরিচালক মাহফুজার রহমানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কোঅর্ডিনেটর যুব প্রশিক্ষণ কেন্দ্র গাইবান্ধা ড: এ এম খালেদ
ও সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধা মোঃ খাদিমুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন ।