
সংবাদ বিজ্ঞপ্তিঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে শহিদ তাজুল দিবস পালিত হয়েছে। শনিবার (১মার্চ) সকাল ১১টায় পার্টির জেলা কার্যালয়ে দিবসটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শহিদ তাজুলের প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সিপিবি জেলা কমিটির সভাপতি এ্যাড. শাহাদত হোসেন লাকুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী প্রমুখ।
এর আগে শহিদ তাজুলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কমিউনিস্ট পার্টি জেলা নেতৃবৃন্দ, কৃষক সমিতি, জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল্যাহ আদিল নান্নু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্ষেতমজুর সমিতি’র জেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারের নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ।
উল্লেখ্য কমরেড তাজুল ছিলেন একজন বিপ্লবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যয়নকালে ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হন। তখন থেকেই স্বপ্ন দেখেন একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠার। পড়ালেখা শেষে চাকরির দিকে না গিয়ে বিপ্লবী ধারার শ্রমিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আদমজী জুট মিলে চাকরি নেন বদলী শ্রমিকের। তার দৃঢ় নেতৃত্বে যখন শ্রমিকরা সংগঠিত হচ্ছে ঠিক সেই সময় ১৯৮৪ সালের ১মার্চ স্বৈরাচার এরশাদের পেটোয়া বাহিনী কর্তৃক নির্মমভাবে নিহত হন কমরেড তাজুল ইসলাম। তখন থেকে এই দিনটি শহিদ তাজুল দিবস হিসেবে পালিত হয়ে আসছে।