
প্রতিনিধি, গাইবান্ধা
স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ- এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।
আজ সকালে গাইবান্ধা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বেসরকারি সংস্থার সহায়তায় জেলা প্রশাসন চত্ত্বরে হাত ধোয়া প্রদর্শনী, অনুশীলন ও র্যালির আয়োজন করা হয়।
জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ দিনব্যাপি হাত ধোয়া দিবস কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মওদুদ আহম্মেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবদুল্লাহ আল মামুন, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর সমন্বয়কারী আফতাব হোসেন, এসকেএস ফাউন্ডেশন এর আশরাফ আলী, ব্র্যাকের মোশারফ হোসেনসহ অন্যান্যরা। র্যালিতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।