Dhaka ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিভিন্ন আয়োজনে নববর্ষবরণ

  • Reporter Name
  • Update Time : ০৮:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ২২ Time View

 

 

 

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধায় সোমবার বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
সকালে স্থানীয় পৌরপার্ক থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যেঅংশ নেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাদ এ্যঞ্জেলা, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান। নববর্ষ উপলক্ষে স্বাধীনতা প্রাঙ্গণে দুইদিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
গণ উন্নয়ন কেন্দ্র জিইউকে) এর আয়োজনে জেলা শহরের খন্দকার মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর শহীদ মিনারে মিলিত হয়।
এদিকে, আদিবাসী ও বাঙালি সম্প্রদায়ের সম্মিলনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। জনউদ্যোগের আয়োজনে সকাল ১১টায় শহরের ডাকবাংলো মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আদিবাসী-বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম পরিষদের সভাপতি ডা. ফিলিমন বাস্কে, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, আদিবাসী বাঙালী সংহতি পরিষদ গাইবান্ধা সদরের আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, সাঁওতাল নেতা বার্নাবাস টুডু, বিটিশ সরেন, তৃষ্ণা মুরমুসহ শত শত সাঁওতাল-বাঙালি অংশ নেন।
অংশগ্রহণকারীরা বাঙালিয়ানা ও সাঁওতালী সাজে বাদ্য বাজনাসহ গানে গানে আনন্দ মুখর হয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় আংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, দুই সম্প্রদায় এক হয়ে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন করছে যা একটি ঐতিহাসিক মূহুর্ত। এ ধরনের উদ্যোগ সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সহাবস্থানের বার্তা দেয়, যা একটি মানবিক ও বৈচিত্র্যময় সমাজ নির্মাণে সহায়ক হবে।
অপরদিকে, বাংলা নববর্ষ উপলক্ষে অবলম্বন কনফারেন্স রুমে ‘বাঙালি সংস্কৃতি বিকাশে বিভিন্ন জনজাতির ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে নাগরিক সংগঠন জনউদ্যোগ।
পরিবেশ আন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, নারী নেত্রী মাজেদা খাতুন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ গাইবান্ধা সদর উপজেলা আহবায়ক গোলাম রব্বানী মুসা, শিক্ষক রনজিৎ সরকার, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, নারী নেত্রী নাজমা বেগম, সেলিনা আকতার সোমা, শিক্ষক অশোক সাহা, সমাজকর্মী মনির হোসেন সুইট, সুরভী মার্ডি, মারিয়া মুরমু প্রমুখ।
বক্তারা বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে যথাযথ মর্যাদা দিতে না পারলে হারিয়ে যাবে তাঁদের ভাষা ও সংস্কৃতি।
তারা বলেন সারা দেশে সাঁওতাল-দলিতসহ বিভিন্ন জাতিগোষ্ঠী অন্য সকল জনগোষ্ঠী অপেক্ষায় প্রান্তিক অবস্থানে রয়েছে, তেমনি মানবাধিকার এবং জীবনমানের সার্বিক দিক দিয়ে আজও নানাভাবে বঞ্চিত। বিশেষ করে সাঁওতাল ও দলিত নারীরা আরো প্রান্তিক অবস্থানে রয়েছে। সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শূন্যতা ঠেকাতে তাদের প্রতি সহিংসতা, নির্যাতন ও উচ্ছেদ বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানান বক্তারা।
দারিয়াপুরে সাংস্কৃতিক জোট ঃ গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে সাংস্কৃতিক জোট, দারিয়াপুর এর উদ্যোগে দুদিনব্যাপী উৎসবের উদ্বোধন ও নানা আয়োজনের মধ্যদিয়ে ১ম দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়ে। পহেলা বৈশাখ সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন প্রবীণ সাংস্কৃতিক সংগঠক মোজাম্মেল হক সরকার। দারিয়াপুর তেঁতুলতলা সংলগ্ন হাটখোলা চত্বরে অনুষ্ঠিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, আবৃত্তি, সংগীতানুষ্ঠান, লোকজ ক্রীড়া প্রতিযোগিতা, বাউল গান, কোজাগরি গান, নাটক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মাজহারউল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ মিহির ঘোষ, সাংস্কৃতিক জোটের সভাপতি শহিদুল ইসলাম।
সাংস্কৃতিক পরিবেশনা অংশগ্রহণ করে উদীচী শিল্পীগোষ্ঠী, দারিয়াপুর, দারিয়াপুর কিয়ামত উল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয়, আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল।
সুন্দরগঞ্জ উপজেলা ঃ বাংলার ঐতিহ্য বাংলা নববর্ষ ১৪৩২উদযাপনে পহেলা বৈশাখ ছিল আনন্দ-উৎসব মূখর দিন। উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্যদিয়ে দিনটি উদযাপিত হয়। এসবের মধ্যে ছিল ্র্যালি,চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এসো হে বৈশাখের গান পরিবেশন,বৈশাখী শোভাযাত্রা,ঐতিহ্যবাহী লাঠি খেলা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বৈশাখী শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ মাজেদুর রহমান,উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, উপজেলা জামায়েতের আমীর মোঃ শহিদুল ইসলাম মনজু, বিআরডিবি’র চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ একরামুল হক জামায়াত,বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক ও সুধীজন অংশ গ্রহণ করেন।
পলাশবাড়ী উপজেলাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ পহেলা বৈশাখ পালনে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে এসে সমবেত হয়। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহ ছাড়াও সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
পরে উপজেলা চত্ত্বর বৈশাখী মঞ্চে বাংলা নববর্ষকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার। এসময় থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো, থানা পুশিল পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, উপজেলা পরিষদ সাবেক ভাইস-চেয়ারম্যান আবু তালেব সরকার, পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, জামায়াত নেতা তাজুল ইসলাম মিলনসহ উপজেলা প্রশাসনের অপরাপর বিভাগীয় দপ্তরের কর্মকর্তা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বর্ষবরণ উৎসব ১৪৩২ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাঘাটা উপজেলাঃ সারা দেশের মতো গাইবান্ধার সাঘাটা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১লা বৈশাখ) সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে দিনব্যাপী নানা উৎসবমুখর কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজনে ছিল আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ খেলাধুলা ও পান্তা-ইলিশ পরিবেশন। বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ, জেলা বিএনপির উপদেষ্টা নাজেমুল ইসলাম প্রধান নয়ন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু প্রমুখ
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে দিনটি উদযাপন করেন প্রাণবন্ত পরিবেশে।১৪-৪-২০২৫ ইং
পলাশবাড়ী উপজেলা বিএনপি ঃ ‘নতুন দিনের নতুন আলো-নতুন জীবন গড়ি, জরাজীর্ণ-সাম্প্রদায়িকতা সম্প্রীতির হাত ধরি’ এই শ্লোগানে গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে এক আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর হতে একটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। আনন্দ র‌্যালীতে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পদক শহিদুল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজাদুল ইসলাম, ছাদেকুল ইসলাম রুবেল, উপজেলা যুবদল সদস্য সচিব মো. রাজু আহম্মেদ, যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক শামীম রেজা ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় বিভিন্ন আয়োজনে নববর্ষবরণ

Update Time : ০৮:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

 

 

 

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধায় সোমবার বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
সকালে স্থানীয় পৌরপার্ক থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যেঅংশ নেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাদ এ্যঞ্জেলা, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান। নববর্ষ উপলক্ষে স্বাধীনতা প্রাঙ্গণে দুইদিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
গণ উন্নয়ন কেন্দ্র জিইউকে) এর আয়োজনে জেলা শহরের খন্দকার মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর শহীদ মিনারে মিলিত হয়।
এদিকে, আদিবাসী ও বাঙালি সম্প্রদায়ের সম্মিলনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। জনউদ্যোগের আয়োজনে সকাল ১১টায় শহরের ডাকবাংলো মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আদিবাসী-বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম পরিষদের সভাপতি ডা. ফিলিমন বাস্কে, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, আদিবাসী বাঙালী সংহতি পরিষদ গাইবান্ধা সদরের আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, সাঁওতাল নেতা বার্নাবাস টুডু, বিটিশ সরেন, তৃষ্ণা মুরমুসহ শত শত সাঁওতাল-বাঙালি অংশ নেন।
অংশগ্রহণকারীরা বাঙালিয়ানা ও সাঁওতালী সাজে বাদ্য বাজনাসহ গানে গানে আনন্দ মুখর হয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় আংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, দুই সম্প্রদায় এক হয়ে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন করছে যা একটি ঐতিহাসিক মূহুর্ত। এ ধরনের উদ্যোগ সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সহাবস্থানের বার্তা দেয়, যা একটি মানবিক ও বৈচিত্র্যময় সমাজ নির্মাণে সহায়ক হবে।
অপরদিকে, বাংলা নববর্ষ উপলক্ষে অবলম্বন কনফারেন্স রুমে ‘বাঙালি সংস্কৃতি বিকাশে বিভিন্ন জনজাতির ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে নাগরিক সংগঠন জনউদ্যোগ।
পরিবেশ আন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, নারী নেত্রী মাজেদা খাতুন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ গাইবান্ধা সদর উপজেলা আহবায়ক গোলাম রব্বানী মুসা, শিক্ষক রনজিৎ সরকার, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, নারী নেত্রী নাজমা বেগম, সেলিনা আকতার সোমা, শিক্ষক অশোক সাহা, সমাজকর্মী মনির হোসেন সুইট, সুরভী মার্ডি, মারিয়া মুরমু প্রমুখ।
বক্তারা বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে যথাযথ মর্যাদা দিতে না পারলে হারিয়ে যাবে তাঁদের ভাষা ও সংস্কৃতি।
তারা বলেন সারা দেশে সাঁওতাল-দলিতসহ বিভিন্ন জাতিগোষ্ঠী অন্য সকল জনগোষ্ঠী অপেক্ষায় প্রান্তিক অবস্থানে রয়েছে, তেমনি মানবাধিকার এবং জীবনমানের সার্বিক দিক দিয়ে আজও নানাভাবে বঞ্চিত। বিশেষ করে সাঁওতাল ও দলিত নারীরা আরো প্রান্তিক অবস্থানে রয়েছে। সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শূন্যতা ঠেকাতে তাদের প্রতি সহিংসতা, নির্যাতন ও উচ্ছেদ বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানান বক্তারা।
দারিয়াপুরে সাংস্কৃতিক জোট ঃ গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে সাংস্কৃতিক জোট, দারিয়াপুর এর উদ্যোগে দুদিনব্যাপী উৎসবের উদ্বোধন ও নানা আয়োজনের মধ্যদিয়ে ১ম দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়ে। পহেলা বৈশাখ সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন প্রবীণ সাংস্কৃতিক সংগঠক মোজাম্মেল হক সরকার। দারিয়াপুর তেঁতুলতলা সংলগ্ন হাটখোলা চত্বরে অনুষ্ঠিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, আবৃত্তি, সংগীতানুষ্ঠান, লোকজ ক্রীড়া প্রতিযোগিতা, বাউল গান, কোজাগরি গান, নাটক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মাজহারউল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ মিহির ঘোষ, সাংস্কৃতিক জোটের সভাপতি শহিদুল ইসলাম।
সাংস্কৃতিক পরিবেশনা অংশগ্রহণ করে উদীচী শিল্পীগোষ্ঠী, দারিয়াপুর, দারিয়াপুর কিয়ামত উল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয়, আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল।
সুন্দরগঞ্জ উপজেলা ঃ বাংলার ঐতিহ্য বাংলা নববর্ষ ১৪৩২উদযাপনে পহেলা বৈশাখ ছিল আনন্দ-উৎসব মূখর দিন। উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্যদিয়ে দিনটি উদযাপিত হয়। এসবের মধ্যে ছিল ্র্যালি,চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এসো হে বৈশাখের গান পরিবেশন,বৈশাখী শোভাযাত্রা,ঐতিহ্যবাহী লাঠি খেলা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বৈশাখী শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ মাজেদুর রহমান,উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, উপজেলা জামায়েতের আমীর মোঃ শহিদুল ইসলাম মনজু, বিআরডিবি’র চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ একরামুল হক জামায়াত,বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক ও সুধীজন অংশ গ্রহণ করেন।
পলাশবাড়ী উপজেলাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ পহেলা বৈশাখ পালনে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে এসে সমবেত হয়। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহ ছাড়াও সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
পরে উপজেলা চত্ত্বর বৈশাখী মঞ্চে বাংলা নববর্ষকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার। এসময় থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো, থানা পুশিল পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, উপজেলা পরিষদ সাবেক ভাইস-চেয়ারম্যান আবু তালেব সরকার, পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, জামায়াত নেতা তাজুল ইসলাম মিলনসহ উপজেলা প্রশাসনের অপরাপর বিভাগীয় দপ্তরের কর্মকর্তা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বর্ষবরণ উৎসব ১৪৩২ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাঘাটা উপজেলাঃ সারা দেশের মতো গাইবান্ধার সাঘাটা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১লা বৈশাখ) সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে দিনব্যাপী নানা উৎসবমুখর কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজনে ছিল আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ খেলাধুলা ও পান্তা-ইলিশ পরিবেশন। বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ, জেলা বিএনপির উপদেষ্টা নাজেমুল ইসলাম প্রধান নয়ন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু প্রমুখ
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে দিনটি উদযাপন করেন প্রাণবন্ত পরিবেশে।১৪-৪-২০২৫ ইং
পলাশবাড়ী উপজেলা বিএনপি ঃ ‘নতুন দিনের নতুন আলো-নতুন জীবন গড়ি, জরাজীর্ণ-সাম্প্রদায়িকতা সম্প্রীতির হাত ধরি’ এই শ্লোগানে গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে এক আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর হতে একটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। আনন্দ র‌্যালীতে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পদক শহিদুল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজাদুল ইসলাম, ছাদেকুল ইসলাম রুবেল, উপজেলা যুবদল সদস্য সচিব মো. রাজু আহম্মেদ, যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক শামীম রেজা ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।