
স্টাফ রিপোর্টঃ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রোববার স্থানীয় হোটেল আর রহমান কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রবীণ হিতৈষী সংঘের কর্মকর্তা, সদস্যরা ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এটিএম ফরহাদ হোসেন বিজুর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় অংশ নেন মাওলানা মো. রায়হানুল ইসলাম, মো. আব্দুল মান্নান সরকার, জেলা বিএমএ’র সাবেক সভাপতি ডা: শহিদুজ্জামান হারুন, গাইবান্ধা জেলা বার এসোসিয়েশনের আহবায়ক অ্যাড. সেকেন্দার আজম আনাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জয়নাল আবেদীন, প্রফেসর মো. আব্দুল কাইয়ুম, খায়রুজ্জামান দুদু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম মনসুর আলী।