
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধা জেলায় হঠাৎ করে প্রচার-প্রচারণা ছাড়াই পেট্রোলপাম্পগুলো তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। ভোগান্তিতে পরছে হাজার হাজার গাড়ী চালক। সড়ক জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশন।
গতকাল সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট শুরু হয়। গত মঙ্গলবার দিনগত রাতে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে সকল পেট্রোল পাম্প মালিকদের তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রাখার আহবান জানিয়েছেন সংগঠনটি।