
ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ম সদস্যসচিব শেফাউর রহমান শিপনের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী নেতৃবৃন্দ ও স্থানীয়রা জানান, রাতে মেলার দোকানীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দোকানীদের লোকজন তাদের ওপর ধারালো অস্ত্র হাতে হামলা চালান এতে আকাশ, মেদেহী ও শিপন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে শিপন ও আকাশের অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্তসহ গ্রেফতারে অভিযান চলছে।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান বলেন, বিষয়টি নিয়ে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও কাজ করছেন। আশা করি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।