গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৩, ৯:৩২ পূর্বাহ্ণ / ৩৮
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী  মৃত্যু হয়েছে।

গাইবান্ধা রেলওয়ে স্টেশনের নিরাপত্তা বাহিনীর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেতাফুর রহমান সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার দুপুরে  গাইবান্ধা ষ্টেশন সংলগ্ন সরকার পাড়া  এলাকায়  দোলনচাঁপা এক্সপ্রেসে অজ্ঞাত এই নারী ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। নিহত নারী পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, আজ দুপুরে সান্তাহার থেকে ছেড়ে আসা  দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি  গাইবান্ধা ষ্টেশন সংলগ্ন সরকার পাড়া এলাকায় কাটা পড়ে এক অজ্ঞাত নারী। খবর পেয়ে গাইবান্ধা জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।  নিহত নারীর আনুমানিক বয়স ৪০ বছর। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।