
স্টাফ রিপোর্টঃ ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’ এই প্রতিপাদ্যে সামনে রেখে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে ২ মার্চ রবিবার গাইবান্ধায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, স্মার্ট কার্ড বিতরণ ও আলোচনা সভা।অনুষ্ঠানের শুরুতে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বেলুন আকাশে উরিয়ে ভোটার দিবসের উদ্বোধন করেন।পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন অধ্যক্ষ জহুরুল কাইয়ুম সহ গাইবান্ধার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
সুন্দরগঞ্জ উপজেলা ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে র ্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে একটি বর্ণাঢ্য র ্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র ্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার আলম।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) নুর মোহাম্মদ, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুর ইসলাম নুর।
পলাশবাড়ী উপজেলা ঃ ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় ভোটার দিবস-২০২৫ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার (২ মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনাতন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) জগৎবন্ধু মন্ডল-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো, উপজেলা সহকারি নির্বাচন অফিসার হাবিবুর রহমান (ভারপ্রাপ্ত), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা মাসুদ রানা শেখ, মডেল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আলমগীর হুসেন। এরআগে একটি র্যালি পৌরশহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে।
গোবিন্দগঞ্জ উপজেলা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে নানা কর্মসূচি রালী আলোচনা সভা ও দিনভর বিভিন্ন সেবা প্রদান।
রবিবার দুপুরে উপজেলা কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামানের সভাপতিত্বে।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম,গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রানক, ভোটার হালনাগাদ করণের সুপারভাইজার তাজুল ইসলাম, আব্দুল মতিন প্রমুখ। বক্তারা নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা ছাড়াও দিনভর নির্বাচন অফিস জনগনকে ভোটার সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদান করেন।