
আসাদুজ্জামান রুবেলঃ গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে মাত্র ৫ শতাংশ জমির মালিকানা নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের আকস্মিক ছুরিকাঘাতে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।এ ব্যাপারে ১১জনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এজাহার বিবরণে জানা যায়,উপজেলার হোসেনপুর ইউনিয়নের ঝাপড় গ্রামের শামীম মিয়ার পরিবারের সাথে শ্রী হেমন্ত গংদের মধ্যে মাত্র ৫ শতাংশ পরিমাণ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।বিষয়টি নিয়ে অত্র ইউপি চেয়ারম্যান ও অন্যান্য জনপ্রতিনিধি সহ স্থানীয়দের উপস্থিতিতে একাধিক দিন বৈঠক বসলেও তা বরাবরই অমিমাংসিত থেকে যায়।এরিধারাবাহিকতায় ২৬ ফ্রেব্রয়ারী সকালে নিজ জমিতে কাজের উদ্দেশ্যে বাড়ী হতে বের হয়ে জমিতে যাওয়ার পথে পথরোধ করে হেমন্ত গং’রা শফিকুল ইসলামের উপর আকস্মিক অতর্কিত হামলা করে ও ধারালো অস্ত্রের কোপে মাটিতে লুটে পড়ে।তার আত্মচিৎকারে বাড়ির আশপাশ থেকে তার স্ত্রী-সন্তান ও ভাইসহ অন্যান্যরা এগিয়ে আসলে তাদের প্রতিও চড়াও হয় হেমন্ত গং’রা।এসময় অবস্থা বেগতিক দেখে অপরাধীরা দ্রুত ঘটনাস্থল হতে সটকে পড়ে।পরে স্থানীয়রা শফিকুল ইসলামকে উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করান এবং অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক আহতকে রংপুর মেডিকেল হাসপাতালে রিফার্ড করেন।এঘটনায় আহতের ছেলে শামীম মিয়া বাদী হয়ে এজাহার নামীয় ১১জন ছাড়াও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন মামলা নংনং-১/৫১।থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো ঘটনার সত্যতা জানিয়ে বলেন এজাহার নামীয় একটি মামলা হয়েছে মামলা নং১/৫১ এবং তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।নিম্নে তফশিল বর্ণিত জমি জেএল নং-৫৮খতিয়ান নং ১০৩ দাগ নং৫৬৭-৫৩১-৭৬৭ মোট জমি-০৫ শতাংশ নালিশী জমি।