প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর সহায়তা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সংগঠন ভালবাসি বৃক্ষ এর উদ্যোগে সহা¯্রাধিক বনজ ও ফলদ গাছের চারা ঘাঘট লেকের বন্যা নিয়ন্ত্রণ বাধে রোপন করা হয়েছে।
শনিবার দুপুরে নতুন ব্রিজর পূর্বপাশে ঘাঘট নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধে সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান উপস্থিত থেকে চারা রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রেজাউল করিম রেজা, গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেনসহ স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্কাউট টীমের সদস্যরা।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার