
প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধায় এ.ডব্লিউও ইন্টারন্যাশনাল এর অর্থায়নে প্রোসপার্টি প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের অর্থনৈতিক আয়—উপার্জন বৃদ্ধি ও জীবনমানের উন্নয়নে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন ধরণের ব্যবসায়িক উপকরণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয় থেকে উপকরণ প্রদান করেন গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস্্ সালাম, পরিচালক আবু সায়েম রিশাদ, আফতাব হোসেন, মিজানুর রহমান, অভিজিৎ রায় পার্থ, দিপালী রানী বর্মন, অখিল চন্দ্র. জয়া প্রসাদসহ অন্যান্যরা।