
স্টাফ রিপোর্টঃ আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন উপলক্ষে গতকাল গাইবান্ধা সিভিল সার্জন সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়নে গাইবান্ধা সিভিলসার্জন কার্যালয়ের আয়োজনে গাইবান্ধায় কর্মরত সাংবাদিকদের সাথে ১ দিনব্যাপি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন ডা: রফিকুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েনটেশন কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো: রেজওয়ান আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলা জেলা প্রতিনিধি ইদ্রিসুজ্জামান মোনা, দৈনিক করতোয়া জেলা প্রতিনিধি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, দৈনিক যুগান্ত জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, ফটো সাংবাদিক কুদ্দুস আলম দয়াল, এশিয়ান জেলা প্রতিনিধি খালেদ হোসেন, বাংলা ভিশন জেলা প্রতিনিধি ফিরোজ কবির মিলন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফুল মিলন, দৈনিক আজকের জনগণ পত্রিকার স্টাফ রিপোর্টার কার্তিক চন্দ্র বর্মনসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য, আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালন করা হবে। ইপিআই কেন্দ্রের পাশাপাশি প্রত্যকটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের উচ্চচ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার জেলার সাত উপজলা ও ৪টি পৌরসভার ২ হাজার ৩৩টি কেন্দ্রে ৩ লাখ ৪৬ হাজার ৯৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৫ হাজার ৫০৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩১ লাখ ৫৯৫ জন।