
স্টাফ রিপোর্টঃ গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর নিজস্ব উদ্যোগে অসহায় শিশু ও সামর্থ্যহীন নারী পুরুষের জন্য মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচির আয়োজন করা হয়েছে।
গতকাল পহেলা রমজানে ইফতার ও রাতের খাবার কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অব:) রাকিবুর রহমান ডালেস, জিইউকের নির্বাহী প্রধান এম.আবদুস্ সালাম।
সাংবাদিক এটিএন জেলা প্রতিনিধি ইদ্রিসুজ্জামান মনা, কালেরকন্ঠ জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, দৈনিক সংগ্রাম জেলা প্রতিনিধি জোবায়ের রহমান, মাইটিভি জেলা প্রতিনিধি আফতাব হোসেন, শাহ জাহান সিরাজ ও দৈনিক আজকের জনগণ পত্রিকার স্টাফ রিপোর্টার কার্তিক চন্দ্র বর্মন।
কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন গণ উন্নয় কেন্দ্রের প্রতিনিধি দিপালী রানী বর্মন, অভিজিত রায় পার্থ , রতন কুমার সেহানবিশ, জয়া প্রসাদ, অকিল কুমার বর্মন, কিশোর কুমার সরকার, জাজাল উদ্দিন, সাজ্জাদ হোসেন প্রমুখ।
শহরের মাস্টারপাড়ায় এই কর্মসূচিতে প্রতিদিন ৫শ মানুষ অংশগ্রহণ করবে।