
স্টাফ রিপোর্টঃ গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর নিজস্ব উদ্যোগে অসহায় শিশু ও সামর্থ্যহীন নারী পুরুষের জন্য মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচির আয়োজন করেছে।
গতকাল ১৯ রমজানে ইফতার ও রাতের খাবার কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম.আবদুস্ সালাম, পরিচালক আবু সায়েম মোঃ জান্নাতুন নূর, সমন্বয়কারী আফতাব হোসেন, দিপালী রানী বর্মন, জয়া প্রসাদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শহরের মাস্টারপাড়ায় এই কর্মসূচিতে প্রতিদিন ৫শ মানুষ অংশগ্রহণ করে।