শহর প্রতিনিধি:
খালেদ স্মৃতি সংসদের সাধারন সম্পাদক ও ক্রীড়া সংগঠক প্রয়াত গোলাম মারুফ মনার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভা উপলক্ষে আজ শনিবার দুপুরে শহরের পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবে এক আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। সভার শুরুতেই প্রয়াত গোলাম মারুফ মনার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খালেদ স্মৃতি সংসদের সভাপতি কাজী জিয়াউল হাফিজ ও সঞ্চালানা করেন সমাজ সেবা বিষয়ক সম্পাদক রুহুল আমিন তমাল।অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, খালেক স্মৃতি সংসদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার এটিম মাজেদ হাসান লিটন, ক্রিয়া সংগঠক ওয়াজিউর রহমান র্যাফেল, আমিনুল ইসলাম গোলাপ, মেহেদী হাসান, প্রয়াত মনার স্ত্রী লিজা আকতার, এ্যাড মঞ্জুর মোর্শেদ বাবু, জিয়াউল হক জনি, রকিবুল ইসলাম রিটন, আহসান হাবীব সাঈদ, মাকদুদুর রহমান শাহান, খুরশীদ আলম মনির, হানিফ বেলাল, মোস্তাফিজুর রহমান বাবু, নিয়াজ মোহাম্মাদ লোটন প্রমূখ। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান মিজান। বক্তারা প্রয়াত গোলাম মারুফ মনার জীবনের উপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। শেষে খালেদ স্মৃতি সংসদের পক্ষ থেকে তরুন খেলোয়াড়দের মাঝে ক্রিয়া সামগ্রী বিতরন করা হয়।