
বিশেষ সংবাদদাতাঃ কেন্দ্রীয় তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের নামে অপ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ও পৌর তাঁতিদল।
২৮ ফেব্রুয়ারী শুক্রবার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের উপজেলা তাঁতিদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
আহ্বায়ক মিলন সরকারের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের সদস্য সচিব আশরাফুল সরকার হাফিজার।
এছাড়াও জেলা, উপজেলা ও পৌর তাঁতি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ও পৌর তাঁতি দলের আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে সোহাগ প্রধান লিটন, নুর আলম প্রধান ও মিন্টু।