
স্টাফ রিপোর্ট ঃ পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে রাতের আধারে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে ভুট্টা গাছ কর্তন করার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা গেছে, হাসানখোড় গ্রামের মৃত নিরদ চন্দ্র সরকারের ছেলে নারায়ণ চন্দ্র সরকারের ভুট্টার গাছ রাতের আধারে যাইতর গ্রামের মৃত নবেন্দ্র নাথ সরকারের ছেলে মাখন চন্দ্র সরকার ও তার ছেলে অপুর্ব সরকার, হাসানখোড় গ্রামের মৃত নরেন্দ্র নাথ সরকারের ছেলে বিশ^নাথ সরকার, স্বপন চন্দ্র সরকার, বা”চু রাম সরকার, তার ছেলে সৌরভ কুমার সরকার, মৃত রনজিৎ কুমার সরকারের ছেলে লিটন চন্দ্র সরকার, যাইতর গ্রামের দুলু মিয়ার ছেলে বিল্লু মিয়া, মৃত কছর উদ্দিনের ছেলে দুলু মিয়াসহ আরও অজ্ঞাত ৪ থেকে ৫ জন তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৩৭ শতক জমিতে ভুট্টার গাছ কর্তন করে।
অভিযোগে আরও উল্লেখ আছে, গত ২৪ ফেব্রুয়ারি ভোর রাতে উক্ত ব্যক্তিরা কাচি, লোহার রড, বেকি, লাঠিসোটা নিয়ে জমিতে রোপনকৃত ভুট্টার গাছ কেটে ফেলে হুমকি দিয়ে পালিয়ে যায়।
রোপনকৃত অর্ধফলন ভুট্টার গাছ কর্তন করে প্রায় ৮৪ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে।
নারায়ণ চন্দ্র সরকার ও তার স্ত্রী প্রতিবাদ করতে গেলে তাদেরকে এলোপাথারিভাবে মারপিট করে। মারপিটে নারায়ণ চন্দ্র সরকারের স্ত্রী আহত হন।
এঘটনায় পলাশবাড়ী থানায় নারায়ণ চন্দ্র সরকার প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।