
মৌলভীবাজার সংবাদদাতাঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুরে পবিত্র মাহে রামাদান উপলক্ষে বন্ধু সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত ১শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (২৮শে ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে কালাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্য চাল,ডাল,পেয়াজ,রসুন,লবণ,ছোলা,সেমাই ও ভোজ্যতৈল। উক্ত ইফতার সামগ্রী বিরতণে বন্ধু সমাজকল্যাণ সংস্থার সভাপতি রুবেল আহমেদ এর সভাপতিত্বে সংস্থার সাংগঠনিক সম্পাদক রুমান আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন চৌধুরী, কারা নির্যাতিত যুবদল নেতা শেখ জামশেদ আহমদ, ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহনুর রহমান টুনু চৌধুরী,মিজানুর রহমান, ছালিক আহমদসহ বন্ধু সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধিবৃন্দসহ এলাকার মুরব্বিয়ান ও যুবক। এসময় বক্ততারা বন্ধু সমাজকল্যাণ সংস্থার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার প্রবাসীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এসব ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।