
স্টাফ রিপোর্টঃ লিটল ম্যাগাজিন আন্দোলনের অন্যতম পুরোধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি সরোজ দেবের নাগরিক স্মরণ অনুষ্ঠান‘ তোমার আলোয় উজ্জ্বল হয়েছে রোদ্দুর’ আগামী ১০ মার্চ সোমবার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, গাইবান্ধা জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে দশটায়। অনুষ্ঠানে কবির ভক্ত, অনুরাগী, শুভাকাক্সক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ক্যান্সার আক্রান্ত কবি সরোজ দেব গত ২৪ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় শহরের পূর্বপাড়ায় নিজ বাসায় পরলোক গমন করেন। ৮ মার্চ তার পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠিত হবে।