এনআইডির ক্ষমতা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে


প্রকাশের সময় : জুন ১২, ২০২৩, ৫:২৭ অপরাহ্ণ / ৭৩
এনআইডির ক্ষমতা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে

দীর্ঘদিন ধরে আলোচনার পর অবশেষে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩’–এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন করার ক্ষমতা হারাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন আইনটি জাতীয় সংসদে পাস হলে জাতীয় পরিচয়পত্র দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন নিবন্ধকের অফিস নামে একটি সংস্থা।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এর আগে গত বছরের ১০ অক্টোবর জাতীয় পরিচয় নিবন্ধন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।