
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামের (চৌরাস্তা মোড়) সংলগ্ন, ইসলামী যুব উন্নয়ন সংস্থার উদ্যোগ গত সোমবার হাফেজ ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইসলামী যুব উন্নয়ন সংস্থার এর সংগঠনের সভাপতি আ. খ. ম রওশন জমীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আঃ হান্নান সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সদর উপজেলা সমাজ সেবা অফিসের উচ্চমান-সহকারী শাহিনুর আলম, সংগঠনের উপদেষ্টা সদস্য ও শতাধিক এতিম হাফেজসহ সংগঠনের সাথে জড়িত অনেক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি ,আ. খ. ম রওশন জমীর বক্তব্য বলেন, ইসলামী যুব উন্নয়ন সংগঠনটি একটি আত্মনির্ভর শীলতা অর্জন ও সমাজ সেবা মূলক সংগঠন, এই সংগঠনটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়ে আত্মনির্ভরশীলতা অর্জনের পাশাপাশি, সমাজ সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজ সেবা মূলক কার্যক্রমের মধ্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, হত দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা, গরীব মেধাবীদের শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন মূখি কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি আরো গতিশীলভাবে কার্যক্রম পরিচালনার জন্য, সরকারী বিভিন্ন অফিস দাতা সংস্থা ও এলাকার সর্বস্তরের মানুষের সর্বাঙ্গীন সহযোগীতা কামনা করেন।