Dhaka ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইবান্ধায় এক নারী মলম পাটি আটক অভিনব কৌশলে অজ্ঞান করার চেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ২৭ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার দারিয়াপুর তেতুলতলা এলাকায় মলম পার্টির এক নারী সদস্যকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে পুরাতন গরুহাটির কাছে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অভিযুক্ত নারী এক অটোরিকশা চালককে যাত্রীবেশে থামান এবং কৌশলে বলেন, “একটু ফোনে কথা বলো,” এরপর চালকের কানে ফোনটি ধরিয়ে দেন। কিছু সময় পর চালক অস্বাভাবিকভাবে ঘামতে শুরু করেন এবং শারীরিক দুর্বলতা অনুভব করেন।
চালক দ্রুত বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে সহায়তা করেন এবং সন্দেহভাজন নারীকে আটক করেন। পরে গাইবান্ধা সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার বলেন,, “অভিযুক্ত নারীকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা সকলকে অপরিচিত ব্যক্তির দেওয়া ফোন বা অন্য কোনো বস্তু গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, মলম পার্টির সদস্যরা এখন আরও আধুনিক কৌশল অবলম্বন করছে। আগে তারা সাধারণত খাবার বা স্প্রে ব্যবহার করে মানুষকে অজ্ঞান করত। তবে এখন কৌশলে ফোন ধরিয়ে দিয়ে কিংবা অন্য উপায়ে সংজ্ঞাহীন করার চেষ্টা করছে।
এ ঘটনায় পুলিশ আরও গভীর তদন্তের মাধ্যমে পুরো চক্রকে আইনের আওতায় আনবে বলে আশা করছেন স্থানীয়রা।

 

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

ইবান্ধায় এক নারী মলম পাটি আটক অভিনব কৌশলে অজ্ঞান করার চেষ্টা

Update Time : ০৬:৩৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার দারিয়াপুর তেতুলতলা এলাকায় মলম পার্টির এক নারী সদস্যকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে পুরাতন গরুহাটির কাছে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অভিযুক্ত নারী এক অটোরিকশা চালককে যাত্রীবেশে থামান এবং কৌশলে বলেন, “একটু ফোনে কথা বলো,” এরপর চালকের কানে ফোনটি ধরিয়ে দেন। কিছু সময় পর চালক অস্বাভাবিকভাবে ঘামতে শুরু করেন এবং শারীরিক দুর্বলতা অনুভব করেন।
চালক দ্রুত বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে সহায়তা করেন এবং সন্দেহভাজন নারীকে আটক করেন। পরে গাইবান্ধা সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার বলেন,, “অভিযুক্ত নারীকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা সকলকে অপরিচিত ব্যক্তির দেওয়া ফোন বা অন্য কোনো বস্তু গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, মলম পার্টির সদস্যরা এখন আরও আধুনিক কৌশল অবলম্বন করছে। আগে তারা সাধারণত খাবার বা স্প্রে ব্যবহার করে মানুষকে অজ্ঞান করত। তবে এখন কৌশলে ফোন ধরিয়ে দিয়ে কিংবা অন্য উপায়ে সংজ্ঞাহীন করার চেষ্টা করছে।
এ ঘটনায় পুলিশ আরও গভীর তদন্তের মাধ্যমে পুরো চক্রকে আইনের আওতায় আনবে বলে আশা করছেন স্থানীয়রা।