
প্রেস বিজ্ঞপ্তি: বিশ্ব বরেণ্য আলোকচিত্রী কুদ্দুস আলমের তিন দিনব্যাপি চর গ জীবন এর উপর একক আলোকচিত্র প্রদর্শিত হবে গাইবান্ধায়। আগামী ১২-১৪ এপ্রিল গাইবান্ধা পৌরপার্কে স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
১২ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য আলোকচিত্রী, মানবাধিকার অ্যাক্টিভিস্ট, লেখক, কিউরেটর, দৃক পিকচার লাইব্রেরী এবং পাঠশালা, সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট’র প্রতিষ্ঠাতা ও একুশে পদকপ্রাপ্ত ড. শহিদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান, উন্নয়ন গবেষক এম. আবদুস সালাম, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও দ্য ডেইলি স্টারের বগুড়া প্রতিনিধি মোস্তফা সবুজ এবং সু-প্যালেস ও ফ্যাশন-প্যালেস’র স্বত্ত্বাধিকারী মো. আবুল হোসেন মৃধা সোহাগ।
স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধার আয়োজনে এবং সু-প্যালেস ও ফ্যাশন-প্যালেস এতে সহযোগিতা করবে।