
প্রতিনিধি,গাইবান্ধা
তথাকথিত আওয়ামীলীগের ভাগবাটোয়ারা উন্নয়নের নামে জমি অধিগ্রহণ প্রকল্প বাতিলে দাবিতে গাইবান্ধা সাঘাটা উপজেলার বাজিতনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে সাঘাটা উপজেলার বাজিতনগর এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ গোলাম রব্বানী রোকনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, আনিছুর জামান, তাজুল ইসলাম, মোনেজার রহমান আকান্দ, নুরু ব্যাপারি, ওসমান মিয়া ও সিদ্দিক ব্যাপারি সহ আরো অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, আ’লীগ ফ্যাসিস্ট ও চরম দুর্নীতিপরায়ন সরকারের স্থানীয় এমপি ও তার সহযোগিদের ব্যাক্তিগত স্বার্থসিদ্ধির জন্য, মেগা প্রকল্প মেগা দুর্নীতি অংশ হিসাবে হঠাৎ করে গাইবান্ধার সাঘাটার উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বাজিতনগর মৌজায়, সড়ক ও জনপদ বিভাগের মাধ্যমে একটি ভালো প্রশস্ত ব্রীজ ভেঙ্গে নতুন ব্রীজ ও সামনে পিছনে ৫ শ ফিট রাস্তা বর্ধিত করে ৬০ ফিট করার জন্য আশপাশের জমির মালিকদের কাছে জমি অধিগ্রহণের একটি নোটিশ দেয়। এটি একদিকে যেমন সরকারের টাকা অপচয় অন্য দিকে অনেক ভুমিহীন মানুষ ভিটামাটি হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। এই প্রকল্প আমরা চাই না। এটা বন্ধ করার দাবি জানায় বক্তরা।