আদিবাসীদের আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতির দাবীতে সমাবেশ


প্রকাশের সময় : মে ৩০, ২০২৩, ২:৪১ অপরাহ্ণ / ৬৫৯
আদিবাসীদের আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতির দাবীতে সমাবেশ


প্রতিনিধি, গাইবান্ধা
আদিবাসীদের আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠণ এবং বাগদাফার্মের তিন সাঁওতাল হত্যার বিচারের দাবিতে সুফল হেমব্রমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ( সোমবার) গাইবান্ধা গানাসাস চত্ত্বরে গাইবান্ধা জাতীয় আদিবাসী পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
হ্যামব্রম এর সভাপতিত্বে এসম বক্তব্য রাখেন স্ত্রেরিনা, তৃষ্ণা মুরমু, বিটিস সরেন, তারামনি সরেন, মইনুলন প্রমুখ।
বক্তারা বলেন, এই ভূখন্যড অদিবাসী হিসেবে হাজার বছর ধরে আমরা বসবাস করছি এবং ন্যায্য অধিকারের জন্য লড়াই করছি। ব্রিটিশ শাসনামলে আমরা লড়েছি,স্বাধীনতার জন্য, পাকিস্থান, শাসনামলে আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ভাষা ও স্বাধীনতার জন্য। দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের ভাষা, সংস্কৃতি ও সম্পত্তির জন্য এখনও আন্দোলন করতে হচ্ছে। বাংলাদেশে ৫০ এর অধিক জাতিগোষ্ঠী বসবাস করে। তাদের ভাষা, সংস্কৃতি, জীবনযাপন পদ্ধতির মধ্যে যেমন মিল আছে তেমনি কিছু বিশেষ বৈশিষ্ট্যও আছে। এই বৈশিষ্ট্যকে মর্যাদার সঙ্গে রক্ষা করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দায়দায়িত্বে আমরা দীর্ঘদিন ধরে রাস্ট্রীয় স্বীকৃতি আদায়ের জন্য সংগ্রাম করে আসছি যার ফলে রাস্ট্রীয়ভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তালিকা প্রণয়নের হয়েছে। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে আলফ্রেড সরেন, ঢুডু সরেন, নরেন্দ্রনাথ মুন্ডা। যাদের হত্যার বিচার আজও হয়নি। উত্তরবঙ্গের বিশেষত সমতলের আদিবাসীদের সংগঠিত করে আন্দোলন করছি আমরা। এই আন্দোলন সংগ্রামে আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল দল ও ব্যক্তিদের সমর্থন পেয়েছি।