
সংবাদদাতাঃ মিথ্যা মামলা প্রত্যাহার, পুলিশ দিয়ে ব্যবসায়ীদেরকে হয়রানি বন্ধ, আওয়ামী লীগ সমর্থিত কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান কর্তৃক চাঁদাবাজি বন্ধের দাবীতে গাইবান্ধা সদর উপজেলার নতুন বন্দরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা মোঃ মিলন মিয়া, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ সারোয়ার হোসেন, রানা মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার, চেয়ারম্যান কতৃক চাঁদাবাজী বন্ধ ও পুলিশী হয়রানি বন্ধের দাবী করেন। চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসায়ীরা বৃহত্তম আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেয়।