
গোলাম মাহবুব, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
অবশেষে ভেঙ্গে পড়ল কুড়িগ্রামের চিলমারীতে ভেতরে আগুন জ্বলতে থাকা সেই জীবন্ত গাছটি। মঙ্গলবার ভোর বেলা থেকে আগুনের লেলিহান শিখা বের হওয়া বিশাল আকৃতির সেই শিলকড়াই কাঠের গাছটি ওই দিন দুপুরে ভেঙ্গে পড়ে যায়।
জানা গেছে, মঙ্গলবার ভোরবেলা রমনা রেলওয়ে স্টেশন জামে মসজিদে ফজরের নামাজ শেষে মুসল্লিরা স্টেশন প্ল্যাটফর্মের নিচে থাকা অর্থশতাধিক বছর বয়সের একটি শীল কড়াই কাঠ গাছের ভিতর থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখেন। এ সময় মুসল্লিরা বালতিতে করে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেন তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে গাছের বিভিন্ন ছিদ্র এবং গোরা দিয়ে পানি ঢেলে আগুন নিভানোর চেষ্টা করেন। পানি দেয়ার পর আগুনের লেলিহান শিখা কিছুটা কমলেও পরবর্তীতে গাছের বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে দিয়ে ধোয়া বেরিয়ে আসতে দেখা যায়। গাছ থেকে আগুন এবং ধোয়া বের হওয়া দেখতে উৎসব জনতা ভিড় করছে। গাছের ভিতরে অগ্নিকাণ্ডকে অনেকে অলৌকিক ঘটনা বলছেন আবার কেউ কেউ বলছেন বাহির থেকে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। অবশেষে ওইদিন দুপুরে আগুন জ্বলতে থাকা সেই বিশাল আকৃতির গাছটি ভেঙে পড়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, রমনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের পাশে থাকা একটি বিশাল আকৃতির শীল কড়াই কাঠ গাছের ঘোড়ার ছিদ্র দিয়ে ভিতরে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এছাড়াও গাছটির বিভিন্ন শাখা প্রশাখার ছিদ্র দিয়ে ধোয়া বেরিয়ে আসছে। আগুন জ্বলতে থাকা বিশাল আকৃত সেই গাছটি দুপুরে ভেঙে পড়লে উৎসুক জনতা গাছটির ডাল এবং পাতা নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, রেলওয়ে এবং বন বিভাগ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।