
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের চিলমারীতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার উপর হামলাকারী ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর আরো ৩ ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।এনিয়ে অপারেশন ডেভিল হান্টে উপজেলায় মোট ১২জনকে আটক করা হয়।
সোমবার(৩ মার্চ) বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই তিন ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ইউপি সদস্যরা হলেন,রাণীগঞ্জ সরদার পাড়া এলাকার মৃত-কেতাব উদ্দিন সরদারের ছেলে মোঃ মুনায়েম হোসেন সরদার(৫৫),(সাবেক সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ০১রানীগঞ্জ ইউনিয়ন,বর্তমান প্যানেল চেয়ারম্যান ০১নং রানীগঞ্জ ইউনিয়ন এবং ০৪ নং ওয়ার্ড সদস্য),কাচকোল দক্ষিণ ওয়ারী এলাকার বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে একেএম রায়হানুল ইসলাম বিজু(৫০)(সাবেক সক্রিয় কার্যকরি সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ ১নং রানীগঞ্জ ইউনিয়ন,বর্তমান ৮নং ওয়ার্ড সদস্য) ও মজিদের পাড় এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে মোঃ হাফিজুর রহমান (৩৭)(থানাহাট ইউনিয়ন ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক এবং থানাহাট ইউনিয়ন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান।এনিয়ে অপারেশন ডেভিল হান্টে উপজেলায় মোট ১২জনকে আটক করা হয়েছে।
ওসি মুশাহেদ খান জানান,ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে চিলমারী মডেল থানার মামলা নং-০৩,তাং-১২/০২/ ২০২৫ ইং মুলে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার বিকেলে তাদের বিজ্ঞ আদালতের পাঠানো হয়।