
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার উপর হামলাকারী ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর রেজাউল করিম খুশু(৪৮) ও আলম মিয়া(৫৫) নামে আরো ২জনকে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।এনিয়ে ৪দিনের অপারেশন ডেভিল হান্টে মোট ৬জনকে আটক করা হয়েছে।
সোমবার(১৭ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালাবাড়ীহাট কিষামতবানু এলাকায় অভিযান চালিয়ে মৃত আব্দুল গফুরের ছেলে রেজাউল করিম খুশুকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।সে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন বলে জানা গেছে।অপরদিকে রোববার সন্ধায় উপজেলার চিলমারী ইউনিয়নের তেলিপাড়া বৈলমন্দিয়ার খাতা এলাকায় অভিযান চালিয়ে মৃত একরাম উদ্দিনের ছেলে আলম মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। এনিয়ে ৪দিনের অপারেশন ডেভিল হান্টে উপজেলায় মোট ৬জনকে আটক করা হয়েছে।
ওসি মুশাহেদ খান জানান,ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে চিলমারী মডেল থানার মামলা নং-০৩,তাং-১২/০২/ ২০২৫ ইং মুলে রেজাউল করিম খুশু ও আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।