
সংবাদ বিজ্ঞপ্তিঃ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রয়াত কবি সরোজ দেবকে উৎসর্গ করে অন্তরঙ্গ থিয়েটারের প্রযোজনা, সাজু সরকারের রচনা ও নির্দেশনায় আধুনিক যাত্রাপালা ‘তিনমাত্রা’ পৌর শহিদ মিনারে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যে ৬.৩০টায় মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. নাসির উদ্দিন শাহ। বক্তব্য দেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, অন্তরঙ্গ থিয়েটারের প্রধান প্রধান উপদেষ্টা কবি-সাহিত্যিক সুলতান উদ্দিন আহমেদ, সার্ক কালচারাল সোসাইটির সভাপতি সাংবাদিক এটিএম মমতাজুল করিম, গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদল, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. একেএম হানিফ বেলাল, সভাপতিত্ব করেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রবীণ নাট্যজন ও চলচ্চিত্র অভিনেতা ফারুক শিয়ার চিনু। যাত্রাপালায় অভিনয় করেন মো. রিজু মিয়া, মাধবী সরকার, তপন কুমার পাটোয়ারী, মুরাদ সরকার, মনিরুজ্জামান শুভ, মমিনুর রহমান মমিন, বায়েজীদ আহমেদ বিজু, কাজল সরকার, এসএইচ রিপন, ফারজানা আক্তার অথই, জাহেদুল হক, মাহফুজ আলম, সিরাজুস সালিকিন মনির ও ফুয়াদ মন্ডল। আবহ সংগীতে পরিতোষ সরকার, বাদ্যযন্ত্রে আমিনুল ইসলাম সাদা মিয়া, সিজু মিয়া, ভরত ও অমল বোস। আলোক প্রক্ষেপনে জিয়া আলোঘর। স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি সোহেল রানা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শফিকুল ইসলাম রুবেল।