
স্টাফ রিপোর্টঃ বাংলা বর্ষবরণ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে ¯পন্দন শিল্পীগোষ্ঠীর আয়োজনে দু’দিনব্যাপী উৎসবের সমাপনী সোমবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয় অনুষ্ঠিত হয়। বৈশাখী উৎসবের কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য রেলি পান্তা ভাত পরিবেশন, সংগীত, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
¯পন্দন শিল্পীগোষ্ঠীর সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুলের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ¯পন্দনের সাধারণ স¤পাদক সাংবাদিক উত্তম সরকার। এছাড়া অন্যানের মধ্যে আলোচনায় অংশ নেন শিক্ষক প্রতিনিধি কবি নাসরিন সুলতানা রেখা, নাট্য ব্যক্তিত্ব কবি ময়নুল হাসান, কবি সোহেল রানা, প্রভাষক সুজন সরকার, সংগীত প্রশিক্ষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাহাত কবির, বাচিক শিল্পী ও নাট্যকর্মী শাহানাজ আমিন মুন্নি প্রমূখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাহাত কবির, রাতুল হাওলাদার, জয়িতা বর্মণ, গীতাঞ্জলি সরকার, মেধা রায়, অঙ্কিতা, অবন্তী অধিকারী, প্রান্তিক বর্মণ, ময়না রায় প্রমূখ।
কবিতা আবৃতিতে অংশ নেয় আবিদা আমিন, রাফাত, আইমান, এনা সরকার, জয়ি বর্মণ, জোবাইদা ইসলাম, আকিফা। নৃত্য পরিবেশন করে আবিদা আমিন, মেধা রায়, উর্বশী বর্মণ ও মৃত্তিকা। পরে সংগীত আবৃত্তি প্রতিযোগিতার ২০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার হাতে তুলে দেন সংগীত প্রশিক্ষক রাহাত কবির।